Daily Prothom Alo

তৃতীয়বারের মতো ঢাকায় আয়োজন করা হবে দক্ষিণ এশীয় শিল্পকলাবিষয়ক সর্ববৃহৎ শিল্পকলার মঞ্চ ঢাকা আর্ট সামিট। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই সামিটের তারিখ ঘোষণা করা হয়। জানানো হয়, ২০১৬ সালের ৫ থেকে ৮ ফেব্রুয়ারি সামদানি আর্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করবে ঢাকা আর্ট সামিটের তৃতীয় আয়োজন। তৃতীয় ঢাকা আর্ট সামিট একটি অবাণিজ্যিক (নন-কমার্শিয়াল প্ল্যাটফর্ম) মঞ্চ হিসেবে বাংলাদেশ এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে শিল্পী, কিউরেটর, জাদুঘর প্রতিনিধি, স্কলার এবং পরিদর্শকদের একত্র করবে।